কলাম্বিয়ায় বিমান দূর্ঘটনায় ১২জন নিহত

0
351

খবর৭১ঃ কলাম্বিয়ায় বিমান দূর্ঘটনায় ১২জন নিহত। দেশটির ডিসি-৩ মডেলের বিমানটি শনিবার মেতা প্রদেশ অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হয় এবং সকল যাত্রীই নিহত হয় বলে সরকারি বিমান সংস্থা জানিয়েছে। রয়টার্স, সিএনএন।

স্থানীয় সময় সকাল ১০:৪০টায় বিমানটি সর্বশেষ যোগাযোগ করতে সক্ষম হয় এবং এর পরই সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে সরকারি বিমান সংস্থার বিশেষ শাখা থেকে জানানো হয়েছে। বিমানটি কলাম্বিয়ার সান জোসে দেল গুয়াভায়রে থেকে মেতা প্রদেশ হয়ে কেন্দ্রীয় ভিলাভিসেনসিওর উদ্দেশ্যে যাচ্ছিলো বলে জানিয়েছে বিমানটি নিয়ন্ত্রণকারী কোম্পানি লেজার এইরিও এয়ারলাইন্স।

দীর্ঘটনার কারণ জানিয়ে বিমান কোম্পানিটি কোন মন্তব্য করেনি তবে দেশটির বিমান সংস্থা জানিয়েছে যে, নিহতদের মধ্যে কিউবার বনপ্রধান প্রদেশ ভাউপেসের একটি ছোট শহরের মেয়রও আছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here