এস-৪০০ কেনা নিয়ে তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুমকি

0
263

খবর৭১ঃরাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় কিনলে তুরস্ককে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র চার্লি সামার্স সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ হুশিয়ারি উচ্চারণ করেন। খবর ভিওএর।

তিনি বলেন, তুরস্ক যদি এস-৪০০ কিনে তবে আমেরিকার সঙ্গে বিরাজমান সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।

এর প্রভাব মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং এফ-৩৫ যুদ্ধবিমানের ক্ষেত্রেও পড়বে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান কার্টিস স্ক্যাপারিয়টি মঙ্গলবার কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন যে আঙ্কারা যদি এস-৪০০ কেনার পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তবে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়া থেকে আমেরিকাকে বিরত থাকা উচিত। এরপরই তুরস্কের প্রতি হুশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র।

এদিকে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত মঙ্গলবার ঘোষণা করেছেন, আঙ্কারা কোনো অবস্থায়ই এস-৪০০ কেনার চুক্তি বাতিল করবে না। পাশাপাশি, এস-৫০০ কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here