ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যালি ও নারী বিষয়ক উন্নয়ন মেলার আয়োজনের মধ্যে দিয়ে নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহি অফিসার উম্মে রুমানা তোয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম সহ নারীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। র্যালি শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের সামনে দিনব্যাপী নারী বিষয়ক উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার।