রাণীনগরে ভিক্ষুকদের মাঝে গবাদি পশু ও নগদ অর্থ বিতরণ

0
422

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় কালিগ্রাম ইউনিয়নের ভিক্ষুকদের মাঝে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই সব বিতরণ করা হয়।

এই কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের ৮ জন ভিক্ষুককে ৩ টি করে ছাগল, ১০ টি হাঁস-মুরগি এবং গবাদিপশুর পরিচর্যার জন্য ১ হাজার করে টাকাসহ প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা প্রদান করা হয়।

পর্যায়ক্রমে উপজেলার ৮ টি ইউনিয়নের তালিকাভুক্ত সকল ভিক্ষুককে এই কর্মসূচির মাধ্যমে পুনর্বাসন করা হবে বলে জানা গেছে।

এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শহীদুল ইসলাম, কালিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম বাবলু, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: জাহাঙ্গীর আলম, কালিগ্রাম ইউনিয়নের মেম্বার মো: হেলাল মন্ডল হেলু, মো: গফুর প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here