এবার জম্মুতে গ্রেনেড বিস্ফোরণে আহত ১৮

0
334

খবর৭১ঃভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি বাসস্টেশনে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১৮ ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ বলছে, পাঁচ লাখ লোকের বাসস্থানজম্মুতে উত্তেজনা বাড়াতেই এ বিস্ফোরণ ঘটানো হতে পারে।

এমকে সিনহা নামে এক পুলিশ কর্মকর্তা বলেন, স্টেশনের বাইরে থেকে একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি অনায়াসে বাসের নিচে চলে যায়। পরে বিস্ফোরণে ১৮ ব্যক্তি আহত হয়েছেন।

দ্বিতীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেনেড নিক্ষেপকারীর পরিচয় পাওয়া যায়নি। মূল স্টেশনের ভেতর একটি বাসের নিচে বিস্ফোরিত হয় সেটি। বাসটি পাঞ্জাবের পাঠানকোটের দিকে রওনা দিচ্ছিল।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেয়ায় অভিযোগ করে আসছে ভারত। কিন্তু পাকিস্তান সেই অভিযোগ সবসময়ই অস্বীকার করে আসছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here