পুলিশি বাধায় ঢাকায় অরুন্ধতী রায়ের অনুষ্ঠান পণ্ড

0
730

খবর ৭১ঃ রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’ ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে হওয়ার কথা ছিলো। সেখানে বক্তব্য দেয়ার কথা ছিল বুকারজয়ী লেখক ও অ্যাকটিভিস্ট অরুন্ধতী রায়ের। কিন্তু পুলিশ অনুমতি বাতিল করায় অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ মার্চ) ছবিমেলার সম্পাদক ও আলোকচিত্রী শহিদুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শেষ রাতে (সোমবার) জানিয়েছে যে, গত ১৬ই ফেব্রুয়ারি আমাদের আবেদনের প্রেক্ষিতে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে অরুন্ধতী রায়ের বক্তব্য রাখার জন্য যে অনুমতি দেয়া হয়েছিল অনিবার্য কারণে তা প্রত্যাহার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই অনুষ্ঠান আয়োজনে অনেক প্রস্তুতি নেয়া হয়েছিল। আমরা এই সিদ্ধান্তে অত্যন্ত অবাক হয়েছি এবং সবাই জানি এই বিখ্যাত লেখকের প্রথমবারের বাংলাদেশ সফরে তাকে দেখার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা কতটা হতাশার।

অনুষ্ঠানে ৯৭৫ জন অতিথি অরুন্ধতী রায়ের বক্তব্য শোনার জন্য নাম নিবন্ধন করেছিলেন, তাঁরা আর সেই সুযোগ পাচ্ছেন না। ডিএমপির এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে অনুষ্ঠান বাতিল করার জন্য বিবৃতিতে সবার কাছে ক্ষমা চেয়েছেন আয়োজকরা।

এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কাজল গণমাধ্যমকে বলেন, ‘অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউটে ছবি মেলা উৎসবের ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনা সভা বাতিল করা হয়েছে।

আলোকচিত্রী শহিদুল আলম অরুন্ধতীর দিল্লির বাড়িতে গিয়ে তাকে এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আমন্ত্রণ জানানোর অল্প কদিন পরই শহিদুল গ্রেফতার হন। শহিদুলের মুক্তি চেয়ে অরুন্ধতী একটি খোলা চিঠি লিখেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here