ভাগ্যের জোরে বেঁচে গেছি’

0
327

খবর৭১ঃ বহু তারিখ বদলে অবশেষে শুরু হয়েছে শাকিব খান প্রযোজিত ও মালেক আফসা্রী পরিচালিত ‘পাসওয়ার্ড’-এর শুটিং। কিন্তু শুরুতেই বড় ধরণের দূর্ঘটনা ঘটে গেলো শুটিং সেটে।

১ মার্চ প্রিয়াঙ্কা শুটিং স্পটে মহরতের পর শুটিং এর প্রথম দিন অংশ নিয়েছেন বুবলী ও ইমন। সেখানেই একটা শট নিতে গিয়ে ভয়াবহ কান্ড ঘটিয়ে ফেলেন নায়িকা শবনম বুবলী।

এদিন দৌড়ানোর একটি দৃশ্যের সময় পায়ে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে যান তিনি। এ সময় ভারী ও বড় একটি লাইটও ছিটকে পড়ে। অল্পের জন্য লাইটটি বুবলীর মাথায় পড়েনি।

বুবলী বলেন, ‘বুঝে উঠতে পারিনি হঠাৎ কী হলো! শটটি খুব ক্লোজ ছিল। ডাইনিংরুম থেকে রান্নাঘরের দিকে দৌড়ে যাব, এ সময় ফ্লোরে রাখা কিছু তার আমার পায়ের সঙ্গে জড়িয়ে যায়। নিজেকে আর সামলাতে পারিনি। ফ্লোরের ওপর মুখ থুবড়ে পড়ি। ভাগ্যের জোরে বেঁচে গেছি। নইলে এখন আমাকে হাসপাতালে থাকতে হতো।’
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here