খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ১১ মামলার শুনানি পিছিয়ে আগামী ১৬ এপ্রিল

0
328

খবর৭১:চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ১১ মামলার শুনানি পিছিয়ে আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। সোমবার ( ৪ মার্চ ) রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে একটি মামলা অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০ মামলা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল আজ সোমাবার (৪ মার্চ)। কিন্তু মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক ১৬ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানান।

মামলাগুলো হলো দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here