উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মেমোরিয়াল ডে-২০১৯’ নানা ঘটনা-দুর্ঘটনায় সারা দেশে অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকান্ডের শিকার হয়েছেন। সেসব ঘটনায় মামলা হলেও বিচারকাজ তেমন একটা গতি পায়নি। এ নিয়ে ক্ষোভ আছে সংশ্লিষ্টদের পরিবারের সদস্যদের মধ্যে। আবার সংসারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে নিদারুণ কষ্টে আছে স্বজনরা। বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রয়াত সেসব সদস্যকে প্রতিবছর বিশেষভাবে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর সে উপলক্ষে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকেও ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন অডিটোরিয়ামে এ দিবস পালিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইলের সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দীন, নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ডিআইও-১ সহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নড়াইলে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মরত কর্মচারীদের সাথে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় বক্তরা তাদের স্মৃতিচারণ ও বিভিন্ন দাবী তুলে ধরেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী, ও নগদ টাকা তুলে দেন এবং স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। কর্তব্য পালন করতে গিয়ে প্রতিবছরই অনেক পুলিশ সদস্য নিহত হন। আমরা তাঁদের কাছে চিরঋণী। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।’ ‘যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশে একটি দিন নির্বাচন করে নিহত পুলিশ সদস্যদের স্মরণ করা হয়। আমরাও নিহত পুলিশ সদস্যদের স্মরণে শুক্রবার (১ মাচর্) বিশেষ দিন হিসেবে পালন করি। প্রতিবছর এই দিনে আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে থাকি। তাঁদের পরিবারের সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হয়ে থাকে। এমনকি তাঁদের সন্তান বা স্বজনদের চাকরিও দেওয়া হয়ে থাকে।
খবর৭১/ইঃ