পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় এলো নিষেধাজ্ঞা

0
341

খবর৭১ঃইলিশের অভয়াশ্রম চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল – এ দুই মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত তা বলবৎ।

আর এ সময়কালীন পেশাজীবী জেলেদের জীবনধারণের জন্য সরকার থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগের বছরগুলোতেও ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এমন কার্যক্রম হাতে নিয়েছিল সরকার।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ বাকী বলেন, সরকার কর্তৃক বেঁধে দেয়া সময়ে অভয়াশ্রম এলাকায় সব ধরনের জাল দিয়ে মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ করলে তার বা তাদের বিরুদ্ধে মৎস্য আইনে পাঁচ হাজার টাকা জরিমানা, দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

নদীতে জাল না ফেলতে পারলে মৎসজীবীরা এ দুই মাস কীভাবে চলবেন যে প্রশ্নে এই কর্মকর্তা বলেন, এ দুই মাস বিকল্প কর্মসংস্থান হিসেবে চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ৫১ হাজার ১৯০ জন তালিকাভুক্ত জেলেকে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন, গবাদিপশুসহ অন্যান্য সামগ্রী দেওয়া হবে।

এছাড়াও ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাস প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।

উল্লেখ্য, চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। ইলিশ সম্পদের উন্নয়ন ও জাটকা রক্ষায় ২০০৬ সাল থেকে প্রতিবছর এ দুই মাস ইলিশ আহরণ ও বিপননে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে সরকার।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here