রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে চায় ফিলিপাইন

0
408

খবর৭১ঃরোহিঙ্গাদের নিজ দেশে গ্রহণের ইচ্ছার কথা পুনরায় জানিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাদের (রোহিঙ্গা) ফিলিপিনের নাগরিকত্ব নেয়ার কথা বলেছেন।

ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে তার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জিএমএ নিউজ বলেছে, ‘আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী।’

এর আগে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ উল্লেখ করে গত বছরের এপ্রিলে দুতার্তে জানান, ফিলিপাইন রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত।

২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। জাতিসংঘ এবং কয়েকটি পশ্চিমা দেশ এটাকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করলেও মিয়ানমার তা অস্বীকার করেছে।

রাষ্ট্রপতির সাবেক মুখপাত্র হ্যারি রোক গত বছর বলেছিলেন, উদ্বাস্তুদের গ্রহণে ফিলিপাইন সরকারের ‘ওপেন ডোর পলিসি’ রয়েছে।

এর আগে ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধের পর হাজার হাজার ভিয়েতনাম উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল ফিলিপাইন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here