নড়াইলে লোককবি বিজয় সরকারের ১১৭তম জন্মবার্ষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
477

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত লোককবি কবিয়াল বিজয় সরকারের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইল সদর উপজেলার ডুমদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। বক্তৃতা করেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শেখ হাফিজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ারুল ইসলাম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,উদপাদন পর্ষদের সদস্য সচিব এডভোকেট ওমর ফারুক,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর,মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,এসএম আকরাম শাহীদ চুন্নু।এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম তারিক, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও জন্মবার্ষিকী উদপাদন পর্ষদের সদস্য সুলতান মাহমুদ, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। শনিবার সন্ধ্যায় জন্মজয়ন্তী উদযাপন পর্ষদ সূত্রে জানা যায়, ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির প্রতিকৃতিতে মাল্যদান, প্রঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,নগরকীর্তন, প্রসাদ বিতরণ, বিজয়গীতি, কবি বিজয় সরকারের জীবনী নিয়ে আলোচনা, লোকউৎসব,জারিগানের আয়োজন করা হয়। জারিগান পরিবেশন করেন শিল্পী মুক্তা পারভীন ও হাফিজুর রহমান।রাতব্যাপী অনুষ্ঠিত গ্রাম বাংলার জারিগান দর্শক-শ্রোতাদের মোহিত করে।বিজয় ভক্তসহ বরেণ্য কবি,সাহিত্যিক,গবেষক ও লোকজ সংষ্কৃতির পুরোধাগন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা, গীতিকার ও গায়ক, চারণকবি বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গানের রচয়িতা ও সুরকার।পোষা পাখি উড়ে যাবে সজনী/ একদিন ভাবি নাই মনে…। এই পৃথিবী যেমন আছে/ তেমনি ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে/ একদিন চলে যেতে হবে…। তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা’…এ ধরনের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন তিনি।তিনি প্রায় এক হাজার ৮০০ গান রচনা করেছেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ার তার মৃত্যুর হয়।সেখানেই তাকে সমাহিত করা হয়।শিল্পকলায় অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৩ সালে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন উপমহাদেশের প্রখ্যাত এই চারণ কবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here