চকবাজারে আগুনের তদন্ত প্রতিবেদন ২-৩ দিনেই: কাদের

0
330

খবর৭১ঃ আগামী ২-৩ দিনের মধ্যে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ ঘটনার তদন্ত প্রতিবেদন খুব সতর্কতার সঙ্গে দেখা হবে। রিপোর্টগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্বজনদের কাছে লাশ হস্তান্তর, আহতদের চিকিৎসা, নিখোঁজদের শনাক্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার কাজ চলছে।

চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রাথমিকভাবে চকবাজার এলাকা থেকে সরানো হবে। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here