গ্লাস ভেঙে অভিনেতা শামীম জামান গুরুতর আহত

0
348

খবর৭১ঃ জনপ্রিয় নাট্যভিনেতা ও নির্মাতা শামীম জামান গুরুতর আহতবস্থায় এখন গৃহবন্দী। রুমের ধারালো গ্লাস ভেঙে ডান হাতের কব্জির গুরুত্বপূর্ণ রগ পেশীনালি থেকে বিছিন্ন হয়ে গেছে।

টানা চার ঘণ্টা অপারেশনে হাতের রগ জোড়া লাগাতে সেলাই লেগেছে ৬৪টি।

শুক্রবার এসব কথা জানান শামীম জামান নিজেই।

তিনি জানান, বাড়ির ওয়াস রুমের গ্লাস পরিস্কার করতে গিয়ে হঠাৎ করে ওই ধোরালো গ্লাস ভেঙে আমার ডান হাতের উপর পড়ে। এ সময় আমার হাতের গুরুত্বপূর্ণ রগ পেশীনালি থেকে বিছিন্ন হয়ে যায়।

শামীম জামান জানান, এরপর অনবরত রক্ত ঝরতে থাকে। এ অবস্থায় ব্যক্তিগত গাড়ির ড্রাইভার না থাকলেও আমি নিজেই গাড়ি ড্রাইভিং করে রাজধানীর আয়েসা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হই।

তিনি জানান, এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক টানা চার ঘণ্টা হাতে অস্ত্রোপচার করে ৬৪টি সেলাই দেয় আমার হাতে। আপাতত ভাল আছি, তবে এখনো প্রচন্ড ব্যাথা অনুভব করছি।

এ বিষয়ে চিকিৎসক জানান, তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত তবে, বিশ্রামে থাকতে হবে। আপাতত এই হাতে ভারী কোন কাজ করতে পারবেন না।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here