সুদানে জরুরি অবস্থা জারি

0
376

খবর ৭১ঃ সুদানে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ওমর আল বশির। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন তিনি। ওমর আল বশির বলেন, আমি আগামী এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছি।

ভাষণে তিনি, দেশটির কেন্দ্রীয় সরকার ভেঙ্গে দেওয়ারও আদেশ দেন। এছাড়াও রাজ্যের সব গভর্নরদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দেশটির সংসদ আরও এক মেয়াদে ওমর আল বশিরকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে সংবিধানে পরিবর্তন আনতে যাচ্ছিলো। শুক্রবারের ভাষণে ওমর সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা থেকে বিরত থাকতে সংসদকেও নির্দেশ দেন।

দেশটির সরকার কিছু দিন আগে সুদানের জনগণের জন্য রুটি এবং জ্বালানির ওপর থেকে সরকারি ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয়।গত বছর ডিসেম্বর থেকে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেশটির সাধারণ জনগণ। এক পর্যায়ে ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে মোড় নেয় ওই আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here