শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

0
355

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনাতয়নে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। ক্লাব সভাপতি আ স ম আফজল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, কাজী গোলাম মর্তুজা, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নাছরিন হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টার ঐক্য পরিষদের সভাপতি অসিত দাস মন্টু, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক শামীম চৌধুরী প্রমুখ। পরে বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here