কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াটারী এলাকায় বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩(তিন) কেজি গাঁজাসহ আবু সামা (১৮),আজিমুল ইসলাম (১৮),রবিউল ইসলাম (১৭) নামের তিন শিক্ষার্থীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটক আবু সামা গজেরকুটি গ্রামের বাসিন্দা ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।এবং আজিমুল ইসলাম ও রবিউল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা খলিশাকোঠাল গ্রামের বাসিন্দা এবং ওই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী।
এব্যাপারে শুক্রবার(২২ ফেব্রুয়ারি) ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান,আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর৭১/ইঃ