খবর ৭১ঃ রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই ) দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে চকবাজার থানায় এই মামলা করা হয়। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী ভয়াবহ আগুন থেকে ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৪৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ শুক্রবার সকালে চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করে ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা।
কেমিক্যালের কারণেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্টে কর্নেলে জুলফিকার রহমান। তিনি জানান, ফাঁকা বাড়ির জিনিস দিয়ে আগুন এতক্ষণ টিকে থাকার কোনো সুযোগ নেই।
খবর ৭১/ইঃ