হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে বুধবার রাতে তিন বিঘা জমির দুই হাজার পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা।
বাগান মালিক দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের তালেব মণ্ডলের ছেলে হযরত আলি বলেন, উপজেলার গোবিন্দহুদা গ্রামের দেউলির মাঠে তিন বিঘা জমিতে পেঁপে বাগান করি। চলতি বছরে প্রতিটি গাছে পেঁপে ধরেছে। এরইমধ্যে কিছু বিক্রিও করেছি। কয়েক দিনের মধ্যে আরো পেঁপে বিক্রি করতাম।
কিন্তু বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে দেখি তিন বিঘা জমির দুই হাজার ফলন্ত গাছ কে বা কারা কেটে দিয়েছে। এতে করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।