যার মধ্যে সততা নাই, তার বিচারিক পেশা ছেড়ে দেওয়া উচিত: জেলা জজ

0
363

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী বলেছেন, সবার উপরে দেশ, যার মধ্যে দেশপ্রেম নাই, সে প্রকৃত অর্থে কোন মানুষ নয়। তিনি বলেন, যে দেশের বিচার ব্যবস্থা যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত, এ জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার ব্যবস্থা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে হবে। ন্যায়-নীতি, সততা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে তিনি বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, বিচার ব্যবস্থা যাতে বিলম্বিত ও কুলসিত না হয় সে দিকে লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিচারকদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। যার মধ্যে সততা নাই, আল্লাহর ওয়াস্তে তার বিচারিক পেশা ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, আইনজীবীরা সৎ থাকলে বিচারকদের অসৎ হওয়ার সুযোগ কম থাকে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দুর্নীতি নামক ক্যান্সার শরীর থেকে উপড়িয়ে ফেলে বিচারিক ব্যবস্থা ১০০% সুষ্ঠু করার জন্য সবকিছুই করা হবে। তিনি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শনিবার সকালে পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় ও সম্মাননা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন, সাব-জেলখানা চালু, ভবন নির্মাণ, আসবাবপত্র সরবরাহ ও নৈশ প্রহরী নিয়োগের দাবি জানান আইনজীবীরা। এ সব দাবি প্রসঙ্গে দেশে বিচার বিভাগ সবচেয়ে অবহেলিত উল্লেখ করে জেলা জজ মশিউর রহমান বলেন, আইনজীবীদের সকল দাবি সাথে সহমত পোষণ করে দাবি পূরণে সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন। আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিপঙ্কর কুমার সাহা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, সিনিয়ির সহকারি জজ মোঃ সালাউদ্দীন, সিনিয়র আইনজীবী আলহাজ্ব জিএ সবুর। মানপত্র পাঠ করেন, বিপ্লব কান্তি মন্ডল। বক্তব্য রাখেন, জিএম আব্দুস সাত্তার , শেখ তৈয়েব হোসেন নূর। অনুষ্ঠানে জেলা জজকে সম্মাননা স্মারক প্রদান করা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here