নান্দাইলে দালালের খপ্পরে প্রসূতির মৃত্যু

0
286

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিকে নিয়ে যাবার সময় দালালের খপ্পরে পড়ে শনিবার প্রসুতি জিনুয়ারা (২৫) এর মৃত্যু ঘটেছে।নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া গ্রামের মোস্তফা কামালের স্ত্রী জিনুয়ারার প্রসব ব্যথা শুরু হলে স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় দালাল কল্পনা, বেদেনা, হেলেনা ও সাবেক আয়া শাহানার খপ্পরে পড়ে ডা. তাজুল ইসলামের চেম্বারে নিয়ে গিয়ে জোরপূর্বক প্রসব ঘটানোর সময় অতিরিক্ত রক্তক্ষরনে প্রসুতি মারা যায় তবে নবজাতক সুস্থ রয়েছে। পরে প্রসুতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডা. মহি উদ্দিন আলমগীর তাকে মৃত ঘোষণা করেন। নান্দাইল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দালালদের ব্যাপারে আগামী স্বাস্থ্যসেবা কমিটির মিটিংয়ে আলোচনা করা হবে। সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে হাসপাতালের দালালরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here