প্রিয়াংকার সভায় মোবাইল চুরির হিড়িক!

0
495

খবর৭১ঃপরনে সবুজ-সাদা চেকের হালকা রঙের সালোয়ার। গলায় জড়ানো ওড়নাটা সামনে ঝোলানো। লক্ষ্ণৌ বিমানবন্দরের বাইরে আসেন প্রিয়াংকা গান্ধী ভদ্র। পাশে ভাই রাহুল গান্ধী।

সোমবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যর রাজধানী লক্ষ্ণৌতে রোড শো দিয়েই নির্বাচনী প্রচার শুরু করেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী ভদ্র।

এদিন ‘নতুন ইন্দিরা গান্ধী’র ৩০ কিলোমিটারের এ রোড শোর গর্জনে কাঁপে গোটা উত্তরপ্রদেশ। পাল্টে যায় ভারতীয় রাজনীতির পুরো সমীকরণ।

লক্ষ্ণৌ বিমানবন্দর থেকে বাসের ছাদে সওয়ার হয়ে রোড শো শুরু করেন প্রিয়াংকা। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নেয়ার পর এই প্রথম উত্তরপ্রদেশে আসেন প্রিয়াংকা।

ধামাকা রোড শো দিয়েই ঢুকে পড়েন লোকসভা ভোটের ময়দানে।

কিন্তু এরই মধ্যে সভার দখল নিয়ে নেয় পকেটমাররা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এদিন সভা থেকে প্রায় ৫০ জনের মোবাইল খোয়া গেছে।

এই র‌্যালিতে কংগ্রেসের মুখপাত্র তথা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জিশান হায়দরের মোবাইলও চুরি হয়েছে।

আরও বেশ কয়েকজন রোড শো শেষে মোবাইল চুরির অভিযোগ করেন।

জানা গেছে, ৩০ বছর ‘বনবাস’ কাটানোর পর প্রিয়াংকার কাঁধে ভর করে ফের উত্তরপ্রদেশের মাটি দখল করতে চাইছে কংগ্রেস।

গুঞ্জন উঠেছে, ২০২২ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে প্রিয়াংকাকে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here