খবর৭১ঃকটিয়াদি উপজেলার মানিকখালিতে ‘আন্তঃনগর এগারসিদুঁর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ- ঢাকা ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে কটিয়াদির মানিকখালি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সহকারী স্টেশন মাস্টার আতাউর করীম কবির জানান, ‘আন্তঃনগর এগারসিদুঁর প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনেটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। মানিকখালি রেলস্টেশন পার হওয়ার সময় ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আখাউড়ায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ করছে। যত দ্রুত সম্ভব মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান ওই স্টেশন মাস্টার।
খবর৭১/ইঃ