খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

0
587

খবর৭১ঃখাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে রনি ত্রিপুরা নামে এক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে।

নিহত রনি ত্রিপুরা জেএসএসের (এমএন লারমা) কর্মী। তিনি পানছড়ির মরাটিলা এলাকার মৃত মণিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।

সূত্রে জানা যায়, পানছড়ি বাজার এলাকায় শুকতারা বোডিংয়ের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন রনি ত্রিপুরা। এ সময় সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনি ত্রিপুরাকে মৃত ঘোষণা করে।

জেএসএস এমএন লারমা সমর্থিত তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা নিহত রনি ত্রিপুরা জেএসএস কর্মী দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন।

তবে দায় অস্বীকার করেছে ইউপিডিএফ। ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা বলেন, এটি তাদের অভ্যন্তরীণ ঘটনা। এর সঙ্গে ইউপিডিএফের কোনো সংশ্লিষ্টতা নেই।

পানছড়ি থানার ওসি মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় পানছড়ি বাজারে রনি ত্রিপুরা গুলিবিদ্ধ হয়েছেন। পরে পুলিশ আহত রনিকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আঞ্চলিক সংগঠনের বিরোধের জের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here