খবর৭১ঃ গাজীপুরের পুবাইলে ক্রিসেন্ট নামে একটি কেমিক্যাল কোম্পানির চারটি বয়লার বিস্ফোরণ হয়ে ভয়াবহ আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুবাইলের করমতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্র উত্তাপে এলাকার লোকজন দিগ্বিদিক ছুটে বাড়ি ছেড়ে পালিয়েছেন।
গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
খবর৭১/এসঃ