লালমনিরহাটে ১০ বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার

0
293

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধিঃ  শনিবার (২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে ১০ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করেছেন সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আলমগীর হোসেন (১৯) ও কাঞ্চন মাতুব্বর (২৭)।
পুলিশ জানান, লালমনিরহাট সদর থানা পুলিশের এসআই মাইনুল ইসলাম ও এএসআই মোফাজ্জল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোলপ্লাজায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রংপুর জেলার কাউনিয়া বগানারায়ন গ্রামের জয়নালের পুত্র আলমগীর হোসেন (১৯) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের টুকু মাতুব্বরের পুত্র কাঞ্চন মাতুব্বর (২৭)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৪, তাং-২/০২/২০১৯।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেন্সিডিলসহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here