আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় বাজার মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার(১ ফেব্রুয়ারি) দুপুরে ইজিবাইক পুকুরে পড়ে শাহিন আকন্দ (৩০) নামে ইজিবাইকের চালক নিহত হয়েছেন।
জানা যায়,শাহিন তার আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভূরুঙ্গামারী উপজেলা শহরে যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়।
খবর৭১/ইঃ