যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
408

আবু সাঈদ,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর
পত্নীতলায় দৈনিক যুগান্তরের ২০ বছর পদার্পন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ এর সভাপত্বিতে ও যুগান্তরের পত্নীতলা প্রতিনিধি আবু সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার, নজিপুর পৌর সভার সাবেক মেয়র আমিনুল হক,বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,পত্নীতলা থানা ওসি পরিমল কুমার,যমুনা টেলিভিশনের স্টাফ রির্পোটার শফিক ছোটন। এ সময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বাসষ্ট্যান্ড বণিক সমিতির সাধারন সম্পাদক এ.জেড মিজান,নতুনহাট বণিক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,আমাইর ইউ.পি চেয়ারম্যান ইসমাইল হোসেন,নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুমির কুমার,সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রানা,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ,পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, নজিপুর সরকারী কলেজে ছাত্রলীগের সভাপতি আরমান আলী নাহিদ,সাবেক মেম্বার বিপ্লব কুমার প্রমুখ।
বক্তারা বলেন, যুগান্তর পত্রিকা বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মধ্যে শীর্ষ স্থানীয় পত্রিকা হিসেবে পরিগনিত হয়েছে। পাঠকের মনে পত্রিকাটি স্থান করে নিয়েছে। ১৯ পেরিয়ে ২০ বছরে পর্দাপন করেছে। ভবিষ্যতেও এ পকিত্রকার প্রতি আমাদের সর্মথন থাকবে। প্রত্রিকার প্রতিনিধি আবু সাঈদসহ সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারী ও শভানুধায়ীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।
আলোচনা সভা শেষে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়েছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here