কলাপাড়ায় নদী তীর দখল করে স্থাপনা, দুইজনকে দুই বছর করে কারাদণ্ড

0
324

খবর৭১:রাকিব হাসান পটুয়াখালী প্রতিনিধি:কলাপাড়ার আন্দারমানিক নদী তীর দখল করে পাকা বহুতল স্থাপনা তোলার দায়ে দখলদার জাকির হোসেন (৪০) ও মো. মাহতাবকে (৪৮) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে এ দুই জনকে এ দণ্ড দিয়েছেন। অনুপ দাশ জানান, এরা আন্দারমানিক নদীর তীর দখল করে বহুতল পাকা স্থাপনা করছিল।
উল্লেখ্য আন্দারমানিক নদী তীরসহ ওয়াটার লেভেল পর্যন্ত দখল করে কতিপয় দখলদার অবৈধ স্থাপনা তোলা অব্যাহত রেখেছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here