আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ভালোবাসি সুন্দরগঞ্জ’র প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল আলম রেজা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন।
বৃহস্পতিবার স্থানীয় ব্র্যাক মোড়স্থ নিজ রাজনৈতিক কার্যালয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এসময় উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শামীম পারভেজ সরদার, আবু নাসের মিরান, ফিরোজ কবীর মন্ডল, আব্দুল মালেক বাবলু, কামরুজ্জামান কামরুল, মুকুল মিয়া, আজমুল হোসেন পলাশ, সোহেল মিয়া, ডিউক, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান লিটু প্রমুখ।
এসময় তিনি বলেন, ১৯৯২ সালে সুন্দরগঞ্জ ডিডব্লিউ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে তখন থেকে ছাত্রলীগ, যুবলীগ ও বর্তমানে আ’লীগে যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছি। এলাকায় রাজনৈতিকভাবে বেশ পরিচিতি অর্জন করেছি। জননেত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আমাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিলে সর্বস্তরের ভোটারের মন জয় করে নির্বাচিত হতে পারব-ইনশ্আল্লাহ। রেজাউল আলম রেজাকে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগণ আওয়ামীলীগের রংপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
(ছবি আছে)
গাইবান্ধায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মোত্তালেব শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে জেলা সদরের জেল খানার সামনে নিজ বাড়ি থেকে আব্দুল মোত্তালেব শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল মোত্তালেব শেখ সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের আবু তালেব শেখের পুত্র। বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা রুজু করে আসামী আব্দুল মোত্তালেবকে আদালতে পাঠানো হয়েছে।