মো: রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে আইন শৃংখলার উন্নয়নে মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ওসিসহ থানা পুলিশকে ধন্যবাদ জানান। ইন্সপেক্টর নাহিদ আহম্মেদের সঞ্চালনায় থানার ওসি একেএম মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন আল রশিদ, প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, ইউপি সদস্য কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের প্রমুখ।