চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রী কে শারীরিক নির্যাতনের অভিযোগ

0
548

ইসলাম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম শাকিলের বিরুদ্ধে স্ত্রী কে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে।শাকিলের শারীরিক নির্যাতনের কারনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্ত্রী সুফিয়া সুলতানা ইতি।জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম শাকিলের স্ত্রী সুফিয়া সুলতানা ইতি মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমি নাচোল খ.ম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাইমারি সেকশনের সহকারি শিক্ষিকা।গত ৯আগষ্ট ২০১৮ ইং চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি সাকিনা পারুলের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম সাকিলের সাথে পারিবারিক ভাবে আমার বিয়ে সম্পন্ন হয়।বিয়ের এক মাস পরে আমি ও আমার পরিবার জানতে পারি যে,সাকিল পূবেই নাটোরের ¯^প্না নামের এক মেয়েকে বিয়ে করে রেখেছে এবং তাঁর এক ছেলে রয়েছে।বিষয়টি আমি আমার ¯^ামী সাকিল কে অবহিত করলে সে বলে যা জেনেছো তা সত্য।বিয়ের বিষয়টি বলার পর থেকে শাকিল আমার পরিবারের লোকজনের কাছে যৌতুক হিসাবে একটি মাইকক্রো গাড়ি অথবা দশলক্ষ টাকা চাই।আমার পরিবার তা দিতে অসক্ষম হলে প্রতিদিন সাকিল আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।আমার চাকুরির স্কুলের সব বেতন সাকিল কে আমি প্রতি মাসে উঠিয়ে দিয়ে দিতাম ,যাতে সে আমাকে ভালভাসে।কিন্তু তার পর ও সর্বশেষ গত ১৭ জানুয়ারি ১৯ইং গভীর রাতে সাকিল নেশা করে বাড়ি ফিরে আমাকে লাথি,কিল,ঘুষি মারা শুরু করে।সাকিলের শারীরিক নির্যাতনের কারনে সেই রাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি।পরের দিন সাকিলের নির্যাতনের কথা আমার পরিবার শুনতে পেলে ভাই এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট আমাকে আমার বাবার বাড়ি নাচোল নিয়ে আসে।
সুফিয়া সুলতানা ইতির ভাই এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন,আমার বোনের বিয়ে দেওয়ার পর থেকে শাকিল নানাভাবে নির্যাতন শুরু করে।সাকিল যৌতুক হিসাবে আমার বোনের কাছে একটি মাইক্রো বাস ও দশ লক্ষ টাকা চাইলে আমার বোন তা দিতে না পরায় গত ১৭ জানুয়ারি ১৯ইং গভীর রাতে আমার বোন ইতির উপর শারীরিক নির্যাতন করে সাকিল ।পরে আমার বোন ইতি কে নাচোলের বাসায় নিয়ে এসে ডাক্তার দ্বারা চিকিৎসা করাতে থাকি।কিন্তু গত ২৭ইং ইতির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নাচোল স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করি।স্বামী,শাসুড়ি ইতি কে প্রাননাশের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ওষুধি জাতীয় গাছ খাওয়ানোর জন্য আজ সে বর্তমানে নাচোল স্বাস্থ্যকমপ্লেক্সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিউল ইসলাম শাকিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্ত্রীর সব অভিযোগ অস্বিকার করে বলেন,আমি ও আমার পরিবার কেমন তা সবাই জানে।আমি আমার স্ত্রী ইতির উপর কোন শারীরিক নির্যাতন করিনী।রাজনৈতিকভাবে আমাকে ও আমার পরিবারের সম্মান হেয় প্রতিপন্ন করতে এমন অভিযোগ করছে।তবে সংবাদটি না ছাপানোর জন্য প্রতিবেদক কে অনুরোধ করে সাকিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here