আসন্ন লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আ,লীগ নেতা মুন্নার পক্ষে মিছিল সমাবেশ

0
462

এসকে,এমডি ইকবাল হাসান লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
আসন্ন লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা শেখ সাজ্জাদ হোসেন মুন্নার পক্ষে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ জানুয়ারি) বেলা ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ নিজ উদ্যোগে মিছিলসভা করে। জানা গেছে, এলাকাবাসীর উদ্যোগে বুধবার বেলা ১২টার দিকে শহরে বিশাল মিছিল বের হয়। সবার দাবি লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না কে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চাই।
খোঁজ-খবর নিয়ে জানা গেছে, শেখ সাজ্জাদ হোসেন মুন্না বর্তমানে নড়াইল জেলা পরিষদের সদস্য ও করফা-মহিসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।
ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ গরীব মনুষের উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করছেন মুন্না। তাঁকেই চেয়ারম্যান দেখতে চাই।
চেয়ারম্যান প্রার্থী শেখ সাজ্জাদ হোসেন মুন্না বলেন, মাদক,সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়ন কাজ করতে চাই।

মিছিলটি কুন্দসীর সিএন্ডবি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন মল্লিকপুর ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার রেজাউল ইসলাম, সাবেক মেম্বর জিন্নাহ প্রমুখ।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here