হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি-লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয় সাংবাদিকদের সাথে হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারী কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান মতবিনিময় করেছেন।
গতকাল বুধবার বেলা-১২টায় আলিমুদ্দিন সরকারী কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি অধ্যক্ষ সরওয়ার হায়াত খান বলেন, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমার বাবা হাতীবান্ধা আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি,১৯৬৮ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এ পদে ছিলেন। আমার দীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি এবং নির্বাচন করতে যাচ্ছি। আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন না দিলেও আমি হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করবো।