সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে আলী হোসেন (২৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওরাতলা মৎস্য ঘের থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত যুবক আলী হোসেন সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আলী হোসেন দিন মজুরের কাজ করতো। মঙ্গবার (২২) জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। এ নিয়ে তার পরিবার থানায় জিডি ও করেছিল। আজ (২৩) জানুয়ারি সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতল মর্গে প্রেরন করেছে।
নিহতের ভাই সখিপুর ইউপি সদস্য আকবর আলী জানান,তার ভাবীর সাথে স্থানীয় জাকিরের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে শালিস বৈঠক ও হয়েছিল। এর জের ধরে তার ভাইকে হত্যা করা হতে পারে বলে তিনি জানান।