খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ২৮ ফেব্রুয়ারি ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার কমিশন সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৩১ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
যাচাই-বাছাই হবে ৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে নির্বচনী এলাকায়।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনে ৩০ ডিসেম্বর ভোটে নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি মারা গেলে এ আসনে নতুন করে নির্বাচন করার প্রয়োজন হয়।
খবর৭১/এসঃ