খবর৭১ঃডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঙ্গলবার ২২-০১-২০১৯ তারিখ দুপুর ১ টায় উপজেলা ব্র্যাক মাইগ্রেশন ফোরাম কর্তৃক আয়োজিত প্রত্যাশা প্রকল্পের উদ্যোগে সাভার ব্র্যাক অফিসের কনফারেন্স রুমে উপজেলা মাইগ্রেশন ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন মোঃ অাতিকুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচডিডি’র নির্বাহী পরিচালক সীমান্ত সিরাজ, ফোরাম সদস্য সাংবাদিক ও সাহিত্যিক শামসুল হক বাবু, ফোরাম সদস্য পাথালিয়া ইউপি মেম্বার রাশিদা বেগম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড-অর্গানাইজার মোঃ ইমরান শেখ ও নবাবগঞ্জের ব্র্যাক এর ফিল্ড-অর্গানাইজার মোঃ সোহাগ রানা। উপস্থিত সদস্যগণ প্রতারিত অভিবাসীর অর্থনৈতিক পুনর্বাসন ও সম্ভাব্য অভিবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, অভিবাসীর মেধাবী ছেলে-মেয়েদের শিক্ষাবৃত্তি প্রদান ও উপজেলা কর্মশালা বাস্তবায়ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
খবর৭১/ইঃ