বাঁশ দিয়ে দুর্গার মূর্তি গড়ে নুরুদ্দিন আহমেদের রেকর্ড

0
470

খবর৭১ঃসনাতনী ধর্মাবলম্বীর দুর্গা পুজা আসতে এখনও দিন বাকী। তার আগেই দুনিয়ার সবচেয়ে উচু দুর্গার মূর্তি তৈরি করে রেকর্ড গড়েছেন নুরুদ্দিন আহমেদ নামের এক ভারতীয়।

নুরুদ্দিন আহমেদ ভেঙে ফেলেছেন এর আগের রেকর্ড। কলকাতার দেশপ্রিয় পার্কে তৈরি হয়েছিল দুর্গা দেবীর বিশালাকার এক মূতি।

সে রেকর্ড ভেঙে নুরুদ্দিন নাম লেখালেন লিমকা বুক অব রেকর্ডসে।

পশ্চিমবঙ্গের খালিপাড়া এলাকার বাসিন্দা নুরুদ্দিন আহমেদ পেশায় একজন কারুশিল্পী।

ভারতের গুয়াহাটির বিষ্ণুপুরের এক প্যান্ডেলে বাঁশ দিয়ে ৯৮ ফুট উঁচু দুর্গা মূর্তিটি তৈরি করেছেন।

দূর্গার পুরো মূর্তিটাই তৈরি বাঁশ দিয়ে। সেই প্রতিমা দেখতে মানুষের ঢল নেমেছে।

প্রশ্ন উঠেছে নুরুদ্দিনের ধর্ম নিয়েও। এ বিষয়ে নুরুদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বহু মানুষ আমার কাজের প্রশংসা করেছেন। অনেকে আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আমি কাজ করেছি শিল্পী হিসেবে। ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার।’
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here