মো.আবু সাইদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সরকার যে দরে ধান ও চালের দাম বেঁধে দিয়েছে সেই দরে ধান ক্রয় ও চাল বিক্রয় করলে কৃষক ও চাতাল মালিম উভয় লাভবান হবেন। ভোক্তাদের নাগালে থাকবে চালের দাম। ধানের দাম ও চালের দাম সরকার বেঁধে দিয়েছে। বর্তমান সরকারি দরের নিচে বাজারে চালের দাম রয়েছে। তাই চালের দর নিয়ে দূরচিন্তার কিছু নেই। দেশে পর্যাপ্ত ধান চাল মজুদ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রধান করে প্রতিটি জেলায় একটি করে তদারকি টিম গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় পত্নীতলায় উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি।এ সময় জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক, পত্নীতলা উপজেলা সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দল গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ