চীনের একটি প্রদেশে কয়লাখনির ছাদধসে ২১ কর্মী

0
300

খবর৭১:চীনের উত্তরপশ্চিম শানশি প্রদেশে একটি কয়লাখনির ছাদধসে ২১ কর্মী নিহত হয়েছেন। শনিবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম দুটি জানায়, দেশটির শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী ছিলেন। এদের মধ্যে ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ২১ জন ভূগর্ভে আটকা পড়েন।

নিখোঁজ দুই খনিকর্মীর খোঁজে তল্লাশি অভিযান চলাকালে প্রথমে আটকাপড়াদের মধ্যে ১৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রবিবার সকালে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়।

রয়টার্স জানায়, চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দূর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here