খবর৭১:সুদানে সরকার বিরোধী আন্দোলনে ২৪ জন নিহত হয়েছেন। শনিবার (১২ জানুয়ারি) দেশটির সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এ তথ্য জানায়। কমিটির প্রধান আমের ইব্রাহিম বলেন, গত মাসে সরকার বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন ২৪ জন।
রুটির দাম বৃদ্ধিতে গত ১৯ ডিসেম্বর থেকে সুদানের রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। তা নিয়ে দেশটির পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
রুটির দাম ছিল ২ সেন্ট। সুদানের সরকার তার দাম বৃদ্ধি করে ৬ সেন্ট করেছে। প্রথমে রাজধানীর বাইরে শুরু হলেও ক্রমেই তা খার্তুমে ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে পুলিশের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। সরকারের তরফে ২০ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৪০ জন নিহত হওয়ার খবর জানায়।
খবর৭১/জি