ছাতক র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ দু’মাদক বিক্রেতা আটক

0
340

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ভারতীয় মদসহ দু’মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের মালিপুর গ্রাম থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃত কালারুকা ইউনিয়নের রামপুর গ্রাামের কালা য়িার পূত্র সিরাজ উদ্দিন (৩৭) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পারকুল গ্রামের মৃত আব্দুল মান্নানের পূত্র আবুল লেইছ ওরফে মোল্লা (৩৩)কে রাতেই ছাতক থানায় হস্তান্তর করা হয়। গোপন সংবাদদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে সুনামগঞ্জ র‌্যাব-৯এর লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাবের একটি টিম মালিপুর গ্রামে অভিযান চালায়। এক পর্যায়ে গ্রামের আপ্তাব আলী বাড়ীর সামন থেকে ৪শ’১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ মাদক বিক্রেতা সিরাজ উদ্দিন ও মোল্লাকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের উপ-পরিদর্শক সজল কুমার ধর বাদী হয়ে ছাতক থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। গতকাল শনিবার সকালে আটককৃতদের সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here