গোবিন্দগঞ্জে আখক্ষেতে অগ্নিসংযোগের সময় শ্রমিক আটক

0
354

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ইক্ষু খামারে ৫ম দফা অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ অগ্নিকান্ডে প্রায় ৮০ বিঘা জমির আখ পুড়ে গেছে। অগ্নিসংযোগে জড়িত থাকায় ফরিদুল ইসলাম নামে (৩২)নামে এক শ্রমিককে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইক্ষু খামারে অগ্নিসংযোগ করে পালানোর সময় আখকাটায় নিয়োজিত শ্রমিক ফরিদুল ইসলামকে আটক করা হয়। সে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। ফরিদুল ঠিকাদারের মাধ্যমে আখ কাটার কাজে নিয়োজিত রয়েছে। চিনিকল ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, খামারে অগ্নিসংযোগের ফলে প্রায় ৮০ বিঘা জমির আখ পুড়ে গেছে। ২০১৮-২০১৯ মৌসুমে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে এটি পঞ্চম দফা অগ্নিকান্ডের ঘটনা। এ পর্যন্ত ৫ বারের অগ্নিকান্ডে প্রায় ৪’শ বিঘা জমির আখ পুড়ে গেছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দ জানান, একটি মহল চিনিকলকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য বার বার এ ধরণের ঘটনা ঘটাচ্ছে। থানার অফিসার ইনচার্জ- একেএম মেহেদী হাসান জানান, দুপুরে আখের জমিতে আগুন লাগার খবরে সাহেবগঞ্জ ইক্ষু খামারে পৌঁছিলে শ্রমিক ফরিদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ও আনসার সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here