খবর৭১:রোহিঙ্গা নির্যাতনের খবর সংগ্রহের সময় মিয়ানমারে আটক রয়টার্সের দুই সংবাদিকের সাজা বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার (১১ জানুয়ারি) ওই দুই সাংবাদিকের আপিল আবেদন খারিজ করে দেওয়া হয়।
আদালত বলেন, আটক দুই সাংবাদিক নিজেদের নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন। তাই তাদের যে সাজা দেয়া হয়েছে তা ভোগ করতে হবে।
এর আগে, রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অপরাধে রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লন এবং কিয়াও সোয়ে’কে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আটক দুই সাংবাদিক
খবর৭১/জি