পাইকগাছায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে উপজেলা পরিষদ ও পৌরসভা মুখোমুখী

0
332

আমিনুল ইসলাম বজলু পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে উপজেলা পরিষদ ও পৌরসভা মুখোমুখী অবস্থান নিয়েছে। পরিষদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিষদের সামনে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। অপরদিকে, সড়কের নিরাপত্তা নিশ্চিত, সড়ক প্রশ^স্ত ও ড্রেনেজ ব্যবস্থাপনা বন্ধ হওয়ার আশংকায় সড়কের পাশে নির্ধারিত জায়গা রেখে নিয়ম-নীতি অনুসরণ করে প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। প্রাচীর নির্মাণের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে পৌর কর্তৃপক্ষ। এর আগে পৌর কর্তৃপক্ষ আদালতে একটি মামলা দায়েরও করেন। সরকারি ২টি প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে স্ব-স্ব অবস্থানে অনঢ় থাকলে ২টি প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দিতে পারে এমন আশংকা করছেন সচেতনমহল। এ ব্যাপারে বিষয়টি নিরসন করার জন্য স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সূত্র মতে, উপজেলা পরিষদ সৃষ্টির পর নির্মাণ করা সীমানা প্রাচীরটি জরাজীর্ণ হয়ে পড়ায় উপজেলা পরিষদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা পরিষদের সামনে ও চারিপাশ দিয়ে নতুন সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন পরিষদ কর্তৃপক্ষ। ইতোমধ্যে পুরাতন প্রাচীর ভেঙ্গে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে সহ বিভিন্ন স্থানে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করায় এর প্রতিবাদ জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে প্রাণিসম্পদ অফিসের সামনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্পূর্ণ নিয়ম-নীতি উপেক্ষা করে উপজেলা পরিষদ সীমানা প্রাচীর নির্মাণ করছে। ফলে, উপজেলা সদরে যাতায়াতের প্রধান সড়কটি এক দিকে প্রশ^স্ত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অপরদিকে, বন্ধ হয়ে যাবে ড্রেনেজ ব্যবস্থাপনা পরিকল্পনা। এছাড়া অনিশ্চিত হয়ে পড়বে সড়কের নিরাপত্তা। বক্তারা সড়কের পাশে নির্দিষ্ট জায়গা রেখে নিয়ম-নীতি অনুসরণ করে সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি এ্যাড: এফএমএ রাজ্জাক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, রবিশংকর মন্ডল, এসএম তৈয়েবুর রহমান, অহেদ আলী গাজী, গাজী আব্দুস সালাম, আলাউদ্দীন গাজী, সরবানু বেগম, বাস মালিক সমিতির শেখ জাহিদুল ইসলাম, মো: আব্দুল গফফার মোড়ল, দেবব্রত রায়, আজিবর মোড়ল, শেখ মিথুন মধু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর প্রভাষ মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, লুৎফর রহমান, আমিরুল ইসলাম, কেষ্টপদ মন্ডল ও আক্তার গোলদার।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here