খবর৭১:জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিজয়ে এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমীন।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) শেখ হাসিনাকে এ অভিনন্দন বার্তা পাঠায় ওআইসি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ড. ইউসুফ আল-ওথাইমীন বলেন, ‘পারস্পরিক স্বার্থ সম্পর্কীয় বিষয়ে আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি অপেক্ষায় রয়েছি। বাংলাদেশকে সম্ভাব্য সকল ধরনের সহায়তার জন্য প্রস্তুত ওআইসি।’
অভিনন্দন বার্তায় ওআইসি মহাসচিব আরও বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সম্ভাব্য সকল সহায়তার জন্য প্রস্তুত রয়েছে ওআইসি।’
মুসলিমদের সবচেয়ে বড় জোটের প্রধান বলেন, ‘টানা তৃতীয়বারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হওয়ায় ওআইসি ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’
খবর৭১/জি