মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা পরিকল্পনা ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি বুধবার দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিকল্পনা ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্লা, থানার উপ তদন্ত কর্মকতা সোহেল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, এমটিইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল, পরিসংখ্যান কর্মকর্তা মোকছেদ আলী।
খবর৭১/এসঃ