সাপাহারে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন

0
337

খবর৭১:মো. আবু সাইদ, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বুধবার সকাল ১১টায় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র উদ্যোগে দুঃস্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে পাতাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাতাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন, বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, সাংবাদিক তছলিম উদ্দিন, নারী নেত্রী হাসিনা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুঃস্থ শিশুদের মাঝে ১হাজার ৭শত ৫০ পিছ কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। উল্লেখ্য দাতা সংস্থা এ্যাকশনএইড বাংলাদেশ এর সহায়তায় সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নে ৭শত ৯০ পিছ, গোয়ালা ইউনিয়নে ৫শত ৪০পিছ এবং তিলনা ইউনিয়নে ৪শত ২০পিছ কম্বল বিতরণ করা হবে বলে বিএসডিও সূত্রে জানা গেছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here