এনামুল হক শামীম এমপি উপমন্ত্রী হওয়ায় জপসায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

0
435

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, জাকসু’র সাবেক ভিপি একেএম এনামুল হক শামীমকে পানি সম্পদ উপমন্ত্রী নির্বাচিত হওয়ায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জপসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আলম বয়াতী এবং জপসা ইউপির সাবেক চেয়ারম্যান ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন মাদবরের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করেন, জপসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছালাম হাওলাদার, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবর, জপসা ইউপির প্যানেল চেয়ারম্যান আজিজুল বেপারী, ইউপি মেম্বার ইদ্রিস আলী লিয়াকত মকদম, ইউসুফ বেপারী, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মাস্টার, জপসা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর ছৈয়াল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক খোকন খান, ছাত্রলীগ নেতা সানিল আহম্মেদ প্রমূখ। এতে দলীয় নেতৃবৃন্দসহ নানান শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এসময় শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান আলম বয়াতী বলেন, আমাদের শরীয়তপুর জেলায় একজন মন্ত্রীর প্রয়োজন ছিল। মন্ত্রী না থাকলে উন্নয়নকাজ ত্বরান্নিত হয় না। বড় প্রকল্পের উন্নয়ন করতে মন্ত্রীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। আমাদের এ অঞ্চলের অভিভাবক এনামুল হক শামীম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের নেতা, জননেতা একেএম এনামুল হক শামীমকে উপমন্ত্রী পদ দিয়েছেন। এজন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here