আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামের তাঁতী পল্লী পরিদর্শন করলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান। সোমবার দুপুরে তিনি ওই গ্রামে গিয়ে বেশ কয়েকটি অটো পাওয়ারলম মেশিন পরিদর্শন করেন। সেই সঙ্গে এসব মেশিনে তৈরিকৃত বিভিন্ন ধরনের চাদর দেখে সন্তোষ প্রকাশ করে বলেন সম্ভাবনাময় এ তাঁত শিল্পের ব্যবসার আরও প্রসার ও লাভজনক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হলে সকল তাঁত ব্যবসায়ীদের একত্রিত হয়ে সমবায় সমিতি গঠন করতে হবে। আর এ সমিতির মাধ্যমেই ঋণ পাওয়ার পথ সুগম হবে। এ গ্রামে প্রায় ২০টি পরিবার এ তাঁত শিল্পের সঙ্গে জড়িত। পুরুষের পাশাপাশি নারীরাও এ তাঁত শিল্পের কাজ করে থাকে। সমবায় কর্মকর্তা তাঁত পল্লী পরিদর্শন কালে উপস্থিত ছিলেন তাঁত শিল্পের সঙ্গে জড়িত রুহুল আমিন,আজিজার রহমান,আজাদুর রহমান আজাদ,সালাউদ্দিন বাবু,দেলোয়ার হোসেন ও আবু বক্কর ছিদ্দিকসহ আরও অনেকে।
খবর৭১/ইঃ